রাইজিংসিলেট- ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আবারও ইলিশ ধরতে নদীতে নেমেছেন ঝালকাঠির জেলেরা। শুক্রবার (২৫ অক্টোবর) মধ্যরাত পেরিয়ে সুগন্ধা ও বিষখালী নদীতে ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে দেখা যায় তাদের। দীর্ঘ সময় পর নদীতে নামতে পেরে জেলেদের মুখে আনন্দের ঝিলিক ফুটেছে, যদিও ঋণের চাপ ও খারাপ আবহাওয়ার কারণে অনেকের মনে রয়ে গেছে দুশ্চিন্তা।
নিষেধাজ্ঞার সময় মাছ ধরা বন্ধ থাকায় অনেক জেলে কর্মহীন হয়ে পড়েছিলেন। কেউ কেউ সংসারের খরচ মেটাতে স্থানীয় মহাজন বা এনজিও থেকে ঋণ নিতে বাধ্য হন।
জেলে গোবিন্দ মালো জানান, “নিষেধাজ্ঞার সময় আমরা সম্পূর্ণভাবে মাছ ধরা বন্ধ রেখেছিলাম। এখন আবার নদীতে নামতে পেরেছি, আশা করি এবার ভালো মাছ পাব।”
ঝালকাঠির জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, “নিষেধাজ্ঞাকালীন সময়ে ইলিশ রক্ষা অভিযান অব্যাহত ছিল। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মোট ১০৮টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং ৩৫৫টি অভিযান চালানো হয়। এতে ৬৫২ কেজি ইলিশ জব্দ করা হয়, একই সঙ্গে ১২ লাখ ২১ হাজার ২০০ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয় যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৪ লাখ টাকা।”
তিনি আরও জানান, “অভিযানে ৩০টি মামলা দায়ের, ২৩ হাজার টাকা জরিমানা এবং ২৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জব্দ করা ১৩টি নৌকা নিলামে বিক্রি করে পাওয়া গেছে ৬২ হাজার ১০০ টাকা। অভিযান চলাকালে ৬৪ বার মৎস্য অবতরণ কেন্দ্র, ১৪৯টি মাছঘাট, ৪৭৭টি আড়ত ও ৫০৮টি বাজার পরিদর্শন করা হয়।”