ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

২২টি পোল্ট্রি ফার্মকে পরিবেশ অধিদপ্তরের জরিমানা

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২০, ২০২৫ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ads

মৌলভীবাজারে পরিবেশ অধিদপ্তরের আওতাধীন ২২টি পোল্ট্রি ফার্মকে পরিবেশগত ছাড়পত্র ব্যতিত/নবায়ন বিহীনভাবে পরিচালনা করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ০৭ ধারার মোট ২ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিয়মিত অভিযানের প্রেক্ষিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বিভিন্ন পোল্ট্রি ফার্মকে পরিবেশগত ছাড়পত্র ব্যতিত/নবায়ন বিহীনভাবে পরিচালনা করায় জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার।

তিনি আরও বলেন, ‘এই ২২টি পোল্ট্রি ফার্ম আদেশ পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

প্রতিষ্ঠানগুলো হলো- ছাড়পত্র না থাকার জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর এলাকার অর্জুন পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, নবায়ন না থাকার জন্য তাপস পোল্ট্রি ফার্মকে ১০ হাজার, ছাড়পত্র না থাকার জন্য অভি পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, শ্রীবাস পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, স্বপন পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, মঙ্গলচন্ডি পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, বাসুদেব পোল্ট্রি ফার্মকে ১০ হাজার, রনি পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, বিকাশ পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, হরি পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, ঝলক পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, মিহির পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, সাগর পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, মিন্টুর পোল্ট্রি ফার্মকে ১৫ হাজার, সনাতন পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, শাহিদ পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, মা পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, নীলকণ্ঠ পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, নয়ন পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, সুমন পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, রুহিত পোল্ট্রি ফার্মকে ১২ হাজার, অয়ন পোল্ট্রি ফার্মকে ১২ হাজার টাকা। সর্বমোট ২২টি পোল্ট্রি ফার্মকে মোট ২ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।