
রাইজিংসিলেট- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এই উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এয়ারপোর্টে বিদায় জানাতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বক্তব্যে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে তিনি প্রবাসে থেকেছেন এবং এই সময়ে নেতাকর্মীদের সঙ্গে তার গভীর সম্পর্ক ও নানা স্মৃতি গড়ে উঠেছে।
তিনি উল্লেখ করেন, বিভিন্ন সংকটময় সময়ে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা তাকে এবং তার পরিবারকে মানসিক শক্তি, সহযোগিতা ও সমর্থন দিয়েছেন। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারেক রহমান বলেন, “আগামী ২৫ ডিসেম্বর ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। তবে উপস্থিত সকলের কাছে আমার বিনীত অনুরোধ—সেদিন যেন কেউ আমাকে বিদায় জানাতে এয়ারপোর্টে না যান।”
তিনি আরও বলেন, এয়ারপোর্টে অতিরিক্ত ভিড় হলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এবং এতে বাংলাদেশ ও দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তার মতে, যারা এই অনুরোধ মানবেন, তারা দল ও দেশের সম্মানের প্রতি শ্রদ্ধাশীল বলেই বিবেচিত হবেন। আর অনুরোধ উপেক্ষা করে যারা সেখানে যাবেন, তাদের ব্যক্তিগত উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠতে পারে।