ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৫ আগস্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে!

rising sylhet
rising sylhet
জুলাই ২২, ২০২৫ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- আগামী ৫ আগস্ট (সোমবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সব তফসিলি ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটি সরকারি ছুটি হওয়ায় বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

২১ জুলাই বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব ফাইন্যান্স প্রতিষ্ঠান এদিন ছুটির আওতায় থাকবে। এর আগে ১৭ জুলাই ব্যাংকগুলোর জন্য আলাদা ছুটির নির্দেশনা দেওয়া হয়।

সরকার ২ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে। প্রজ্ঞাপন অনুযায়ী, এদিন সব সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে লেনদেন ব্যাহত না করতে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট দেশে এক স্মরণীয় গণঅভ্যুত্থান ঘটে। ওই দিন জনগণের ব্যাপক অংশগ্রহণে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিরতা ও দমন-পীড়নের অবসান ঘটে এবং নতুন একটি গণতান্ত্রিক ধারা সূচিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।