ঢাকারবিবার , ১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ডাকাতি

rising sylhet
rising sylhet
জুন ১, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ads

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি নামক এলাকায় এক ডাকাতি সংঘটিত হয়েছে।

শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, ‘কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি নামক এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এই সড়কে ডাকাতি সংঘটিত হওয়ার ঘটনা তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের ভেতরে বাগড়াবাড়ী নামক স্থানে গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৫-২০ জনের ডাকাতদল প্রায় ঘন্টাব্যাপী ২০/২৫টি সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের গতিরোধ করে ডাকাতি করে। এ সময় গাড়ি চালক ও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ, জুয়েলারি সামগ্রী, মুঠোফোন ও সাথে থাকা মালামাল নিয়ে যায়।

ভুক্তভোগী শ্রীমঙ্গল উপজেলার ওয়াজিদ মিয়া ও অপু দাস বলেন, ‘প্রাইভেটকার করে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল ফিরছিলাম। বাগড়াবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে সব লুট হয়ে যায়। ডাকাত সদস্যরা দা-চাপাতি গলায় ধরে জিম্মি করে নগদ টাকা-পয়সা ও জুয়েলারি নিয়ে যায়।

ডাকাতির ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপ চালকসহ ২০ জনের মতো যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন- ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ অন্তত অজ্ঞাত আরো ২০ জন। খবর পেয়ে কমলগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা সড়কে রাখা গাছ কেটে সরিয়ে রাস্তা খালি করেন এবং আটকে থাকা যানবাহন চলাচল শুরু করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।