
রাইজিংসিলেট- যুবকের মর্মান্তিক আ ত্ম হ ত্যা: স্ত্রীর বিরুদ্ধে নি র্যা ত নে র অভিযোগ। মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার টিলাগাঁও রেলওয়ে স্টেশনের কাছে রবিরবাজার-টিলাগাঁও লেভেল ক্রসিং এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আশিক মিয়া (৩০)। তিনি কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজনগর বাখরনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে।
ঘটনার আগে আশিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি জানান, স্ত্রীর অত্যাচারে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আর সহ্য করতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, ঘটনাস্থলেই আশিক মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একইসঙ্গে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।