
কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের গরুর হাট থেকে বাহরাইন প্রবাসীর কোরবানীর পশু কেনার প্রায় ৪ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
সংঘবদ্ধ একটি চক্রের বিরুদ্ধে এই অভিযোগ তুলেন বাহরাইনের ওই প্রবাসী। বুধবার (৪ জুন) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর ভাই সানু মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ‘আমরা পশুর হাটে ছিনতাইয়ের লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। স্থানীয়ভাবে গরু কেনাকে কেন্দ্রকরে কথাকাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে বলে জানতে পেরেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, ভাটেরা ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা বাহরাইন প্রবাসী সাজু মিয়া কোরবানীর ঈদ উপলক্ষে সম্প্রতি দেশে ফেরেন। বুধবার তিনি ভাটেরা পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা উত্তোলন করে নিজের কাছে থাকা আরও ১ লাখ টাকা নিয়ে ভাই সানু মিয়াকে সঙ্গে নিয়ে ভাটেরা পুরাতন বাজার পশুর হাটে যান। সানুর কাছেও তখন নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ছিল। ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর থেকে একটি সংঘবদ্ধ চক্র তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে। হাটে প্রবেশের পর সাজু ও সানুর ওপর অতর্কিত হামলা চালায় তারা। স্থানীয়রা বলছেন, এই চক্রটি ছিনতাইকারী শাহ আব্দুর রহমানের এবং তারই নেতৃত্বে আরও নয়জন এই হামলা চালান। তারা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে সাজু ও সানুকে মারাত্মক জখম করে তাদের কাছে থাকা মোট ৪ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেন। ঘটনার পর সানু মিয়া কুলাউড়া থানায় শাহ আব্দুর রহমানসহ তার সহযোগী সালাউদ্দিন, শাহ নাইম, শাহ বদর, শাহ ইমন, শাহ লিমন, শাহ খয়রুল, শাহ কামাল ও আলমসহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
সানু মিয়া বলেন, ‘ব্যাংক থেকে ২ লাখ টাকা তোলা হয়। আরও ২ লাখ ৭০ হাজার টাকা আমাদের কাছে ছিল। পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়ে আমাদের সাথে থাকা ৪লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।