রাইজিংসিলেট- ছয় মাস পর গ্রামীণফোনের নতুন সিম বিক্রির অনুমতি পেল,গ্রামীণফোনের সেবা ও মান নিয়ে অসন্তুষ্টি থেকে গত বছরের জুনে তাদের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিল বিটিআরসি। তবে ছয় মাস পর সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে গ্রামীণফোনকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থাটি।
গ্রামীণফোন জানিয়েছে, এখন নতুন সিম বিক্রিতে আর বাধা নেই। এর আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের নিষেধাজ্ঞা তুলে নেয় বলেও জানায় গ্রামীণফোন।
গ্রামীণফোনের সিইও বলেন, ‘আমরা বারবার বলেছি, এই পদক্ষেপ গ্রাহককে তাদের পছন্দের স্বাধীনতা থেকে বঞ্চিত করে এবং বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ায়।’
৭৮ বার পড়া হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।