ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জে ইকবাল-রাজন গ্রুপের সং ঘ র্ষ, আহত ২

rising sylhet
rising sylhet
অক্টোবর ১৫, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ গ্রুপের নেতাকর্মী ও জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এসময় মুনিরুল ইসলাম রাজন ও জাবেদ আহমদ আহত হয়েছেন।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে জকিগঞ্জ কাষ্টমরোডে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদলের কার্যালয়ে এই সংঘর্ষ সংঘটিত হয়।

স্থানীয়রা জানান, জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রাজন ও তার গ্রুপের নেতাকর্মীরা কাষ্টমরোড দলীয় কার্যালয়ে বসা ছিলেন এই সময় সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদের নেতৃত্বে গ্রুপের নেতাকর্মীরা এসে অফিস ভাঙচুর করতে শুরু করলে রাজন ও তার সাথে থাকা নেতাকর্মীরা বাধা দিলে সংঘর্ষের উৎপত্তি হয়। এ সময় ইকবাল গ্রুপের নেতা পৌর সেচ্ছাসেবকদলের সদস্য সচিব আব্দুস সালাম উরফে বালু সালাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ, ছাত্রলীগ নেতার ভাই সুলতান আহমদ, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আহমদ, পৌর ছাত্রলীগ নেতা রায়হান আহমদ, তারেক আহমদ, লোবান আহমদ, আরিফ আহমদ, রাসেল আহমদ, আরিফ আহমদ-২, সোহেল আহমদসহ আরও ২০/২৫ জন মিলে এই হামলা চালান। অতর্কিত এই সংঘর্ষে মুনিরুল ইসলাম রাজন ও জাবেদ আহমদসহ আরও কয়েকজন আহত হন।

৯১৫ বার পড়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।