
মো হিফজুর রহমান::মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ নভেম্বর ২০২৫) উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাঈমা নাদিয়া-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি বড়লেখার দক্ষিণভাগ ও বড়খলা এলাকায় পরিচালিত হয়। এ সময় ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অভিযোগে ৩৬(১) সারণির ১৬ নম্বর ক্রমিকের অধীনে দুইটি মামলায় দুইজনকে দোষী সাব্যস্ত করা হয়। দোষীদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মোট ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া, আরও দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজারের নিকট সোপর্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নাঈমা নাদিয়া বলেন,আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।