
বড়লেখা প্রতিনিধি::মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৭নং তালিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী দলের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে জনসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম। তিনি তার বক্তব্যে জনসাধারণের সমস্যাবলি, উন্নয়ন পরিকল্পনা এবং আগামীর রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিত করতে দলকে আরও শক্তিশালী করতে হবে।”
সভায় প্রধান বক্তব্য রাখেন,এমাদুল ইসলাম,ফয়ছল আহমেদ,জিয়াউল হক,হাজী হেলাল উদ্দিন,আব্দুল বাছিত,মাস্টার বশির আহমেদ ও মুহিবুর রহমান ইসলাম।
বক্তারা বলেন, তালিমপুর ইউনিয়নে জনবান্ধব উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবহেলিত মানুষের জন্য কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তারা আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য।
সভা শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।