
বড়লেখা প্রতিনিধি::মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী হাজীগঞ্জ বাজারে বড়লেখায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
এ সময় ওজনে কম দেয়ায় একজন মুরগী ব্যবসায়ীকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৪৬ ধারায় ৪০০০/- (চার হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে অনুমোদন ছাড়া বিএসটিআই এর লোগো ব্যবহার করায় বড়লেখা পিসি হাইস্কুল মার্কেটের আবুল এন্ড ব্রাদার্স এবং স্টেশন রোডের দেব ব্রাদার্স ও সুমন ট্রেডার্সকে বিএসটিআই আইন ২০১৮ এর ২৭(১) ধারায় মোট ১,০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী অফিসার গালিব চৌধুরী জানান,বাজার মনিটরিং এবং দ্রব্য নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অব্যাহত আছে। ব্যবসায়ী ও সচেতন মহল তাকে সর্বাত্মক সহযোগীতা করবে তিনি আশাবাদী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।