ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখা লাতু সীমান্ত দিয়ে বিএসএফে ১০ জনকে ‘পুশইন’ করেছে

rising sylhet
rising sylhet
জুন ২৭, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ads

বড়লেখা প্রতিনিধিঃঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের লাতু সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও ১০ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ‘পুশইন’ করেছে। এই ঘটনাটি আজ, শুক্রবার (২৭ জুন, ২০২৫) সকালে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পেরিয়ে আসা এই ১০ জনকে পরিচয় যাচাই-বাছাই করে ছেড়ে দেওয়া হয়েছে।

বিগত কয়েক মাস ধরে বড়লেখা-লাতু সীমান্তসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ‘পুশইন’-এর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। প্রায়শই নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষকে এভাবে ঠেলে দেওয়া হচ্ছে, যাদের অনেকেই কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে জানা যায়। ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে পরে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়।

আটককৃতদের বাড়ি নড়াইল জেলায়।

আটককৃতরা হলেন,জান্নাতি বেহম, সোহাগ মোল্লা,নার্গিস বেগম মিঠু, ফাতিমা বেগম, ইউনুস, ইয়াসিন,জাহিদ, রুহি বেগম,মিন্টু,ইউসুফ,আরিয়ান।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো স্থানীয়দের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করছে এবং একটি সুষ্ঠু ও নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য উভয় দেশের মধ্যে আলোচনা ও সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।