 
রাজনগরের টেংরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মতিন মিয়া ও সাধারণ সম্পাদক মো. পাবলু মিয়াকে শোকজ করেছে রাজনগর উপজেলা বিএনপি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেয়া শোকজে স্বাক্ষর করেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন ও সাধারণ সম্পাদক আব্বাস আলী। আগামী ৭২ ঘণ্টার মধ্যে উভয়কে শোকজের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।
এদিকে গত বুধবার সকালে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পাবলু মিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম দুলারী নুনিয়ার পক্ষ নিয়ে সংবাদ সম্মেলন করেন। বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নজরে আসে। এর প্রেক্ষিতে টেংরা ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য মতিন মিয়া ও সাধারণ সম্পাদক ইউপি সদস্য মো. পাবলু মিয়াকে শোকজ করা হয়। শোকজ প্রাপ্তির ৭২ ঘন্টার মধ্যে জবাব দেয়ার জন্য বলা হয়েছে।
বিএনপি সূত্রে জানা যায়, টেংরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য মো. মতিন মিয়া ও সাধারণ সম্পাদক মো. পাবলু মিয়া বিরোধী অবস্থা নিয়েছেন। টেংরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাম দুলারী নুনিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন ইউনিয়ন বিএনপির সভাপতি মতিন মিয়া ও সংশ্লিষ্ট ইউপি সদস্যরা। এ বিষয়ে বিভিন্ন তদন্ত কমিটি গঠন ও তদন্ত চলমান রয়েছে। এর প্রেক্ষিতে ইউনিয়ন বিএনপির সভাপতি মতিন মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও বক্তব্য দিয়ে আসছেন।
গত সপ্তাহে দুইশতাধীক চা শ্রমিক নিয়ে বিএনপিতে যোগদান করেন টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম দুলারী নুনিয়া।
রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল ইসলাম সেলুন শোকজের সত্যতা স্বীকার করে বলেন, উভয়কেই আমরা বারবার এ বিষয়ে সতর্ক করেছি কিন্তু তারা বিষয়টি আমলে নিচ্ছেন না। এতে দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের মত ঘটনা ঘটছে। এ কারণে তাদেরকে শোকজ করে ৭২ ঘন্টার মধ্যে জবাব দেয়ার জন্য বলা হয়েছে।
 
 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                