
রাইজিংসিলেট- মৌলভীবাজারের কুলাউড়ায় এক যুবকের ফেসবুক স্ট্যাটাসের পর ঘটলো মর্মান্তিক এক ঘটনা। রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের ওই যুবক রোববার (৬ জুলাই) বিকেলে নিজ বাড়িতে মারা যান। তিনি কুলাউড়া উপজেলার চাতলগাঁও এলাকার বাসিন্দা।
কিছুদিন ধরে তার সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক হতাশাজনক পোস্ট দেখা যাচ্ছিল। কয়েকদিন আগে এক আত্মহত্যার খবরে প্রতিক্রিয়ায় তিনি লিখেছিলেন:
“আমারও পরিস্থিতি আসছে”
এরও আগে ২৮ জুন তিনি লেখেন: “হঠাৎ সবাইকে ছেড়ে চলে যাবো”
সর্বশেষ, মৃত্যুর কিছুক্ষণ আগেই তিনি নিজের ফেসবুকে লিখে যান: “মরা ছাড়া আর কোনো গতি নাই”
স্থানীয়দের পাশাপাশি তার বন্ধু ও আত্মীয়দের ভাষ্য অনুযায়ী, রাহাত বেশ কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। পারিবারিক টানাপোড়েনও ছিল বলে জানা গেছে। তিনি স্ত্রী ও সন্তানের পিতা ছিলেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।