
আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শ্রীমঙ্গলের ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সীমান্ত এলাকায় সচেতনতামূলক নানা আয়োজন করেছে।
বৃহস্পতিবার, ২৬ জুন—দিবসটি ঘিরে সীমান্তবর্তী এলাকাগুলিতে মাদকবিরোধী বার্তা সংবলিত লিফলেট বিতরণ করা হয়। ব্যাটালিয়নের প্রধান গেট ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে ব্যানার ও ফেস্টুন টানানো হয়। পাশাপাশি শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী প্রত্যেকটি কোম্পানি ও বিওপিতে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
বিজিবির তত্ত্বাবধানে শহীদ মোহাম্মদ সাজ্জাদুর রহমান পাবলিক হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যা এলাকার মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবি মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম আরও জোরদার করা হবে এবং মাদক পাচার রোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।”