ঢাকারবিবার , ৩১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে বালু উত্তোলনকালে পৌর বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক আটক

rising sylhet
rising sylhet
আগস্ট ৩১, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ads

শ্রীমঙ্গল উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে স্থানীয় জনতা মিলে শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ ও যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসানকে হাতেনাতে আটক করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছে বালু জব্দ করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিএনপির এই দুই নেতা শ্রমিক দিয়ে প্রশাসনের প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীর বাধা দেওয়ার পরেও তারা কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার শাহীবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা শাহীন মিয়া বলেন, ‘আমরা যখন বৈধ কাগজ দেখতে চাই, তারা কিছুই দেখাতে পারেননি। শুধু বলছিলেন, লিজ নেওয়া হয়েছে। পরে ইউএনও এসে নিশ্চিত করেছেন, এই ছড়ার কোনো ইজারা নেই।’

অভিযুক্ত শামীম আহমেদ দাবি করেন, ‘আমি বালু ব্যবসার সঙ্গে যুক্ত নই। রাস্তা মেরামতের প্রয়োজনে অল্প কিছু বালু তোলা হয়েছিল মাত্র।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে স্থানীয় জনতা মিলে শ্রীমঙ্গল পৌর বিএনপির ২ নেতাকে হাতেনাতে আটক করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছে বালু জব্দ করেন। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, ‘বিএনপি কখনো অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।