ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এক ছাত্রীকে উত্ত্যক্তের অ ভি যো গে দুই কিশোরকে আ ট ক

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার এসআই পবিত্র শেখর দাস বলেন, নারীদের উত্ত্যক্তের অভিযোগে দুই কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছুটি হলে গেটের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিলেন। এ সময় দুই কিশোর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত হয়ে তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে জনতা ক্ষিপ্ত হয়ে কিশোর দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

এ ঘটনায় উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজগেটসহ শহরের বিভিন্ন স্থানে প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনা ঘটে। কিন্তু ভয়ে বা সামাজিক সম্মানের কারণে অনেকেই বিষয়টি প্রকাশ করতে চান না। আজকের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্বস্তি মিললেও তারা মনে করেন, স্থায়ী সমাধান প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।