ঢাকারবিবার , ৩ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কুলাউড়ায় সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে দুই কিশোর, পরে বিজিবির সহায়তায় ফেরত

rising sylhet
rising sylhet
আগস্ট ৩, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- কুলাউড়ায় সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে দুই কিশোর, পরে বিজিবির সহায়তায় ফেরত। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় ভারতের ভূখণ্ডে ভুলবশত প্রবেশ করে দুই কিশোর। এ সময় তারা মোবাইল ফোনে ছবি তুলছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে, তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হস্তক্ষেপে পরে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ঘটনাটি ঘটেছে শনিবার, ২ আগস্ট।

আটক হওয়া কিশোররা হলেন—সুবর্ণ শীল (১৭) এবং শুভ্র নাইডু (১৮)। তারা কুলাউড়ার কর্মধা ইউনিয়নের কালিটি চা বাগানের বাসিন্দা।

জানা গেছে, শনিবার বিকেলে তারা মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে মূল সীমান্ত পিলার ১৮৪৫/এম এর কাছে ভারতের ত্রিপুরা রাজ্যে অনুপ্রবেশ করেন। এ সময় তারা মোবাইল ফোনে ছবি তুলছিল, তখন বিএসএফ তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

খবর পেয়ে বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। রাত ১১টার দিকে চাতলাপুর সীমান্ত চেকপোস্ট দিয়ে কিশোরদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এ সময় তাদের স্বজনেরাও উপস্থিত ছিলেন।

ফেরত আসার পর কিশোররা জানায়, সীমান্ত পেরোনোটা ছিল অনিচ্ছাকৃত এবং বিএসএফ তাদের কোনোভাবে নির্যাতন করেনি।

পরে কুলাউড়া থানা পুলিশ তাদের হেফাজতে নেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, অনুপ্রবেশ আইনে মামলা করে দুই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।