ঢাকাসোমবার , ৩ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চা শ্রমিক বহনকারী পিকআপ গাড়ি নিয় ন্ত্র ণ হারিয়ে উল্টে গিয়ে ২ চা শ্রমিক নি হ ত

rising sylhet
rising sylhet
মার্চ ৩, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

শ্রীমঙ্গলে চা শ্রমিক বহনকারী পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২ চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনন্ত ১৮ জন। তারমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন– আমরাইল চা বাগানের সাধনের ছেলে বিশাল (১৯) এবং একই চা বাগানের রাম রবি দাসের ছেলে হৃদয় রবি দাস (৩২)।

সোমবার (৩ মার্চ) সকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে উপজেলার আমরাইল চা বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাওয়ার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপ গাড়িটি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, আজ সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৬ জনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত আট জনকে সদর হাসপাতালে আনার পথে দুজন মারা যান। বর্তমানে গুরুতর আহত ছয় জন চিকিৎসাধীন রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।