
বড়লেখা প্রতিনিধি:: আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষ্যে আজ ১৮ ডিসেম্বর উপজেলা প্রশাসন, বড়লেখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালবেলায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, প্রবাসী পরিবারের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী। তিনি বলেন, অভিবাসন ব্যবস্থাকে নিরাপদ, নিয়মিত ও মর্যাদাপূর্ণ করতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। প্রবাসী কর্মীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যা জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।
আলোচনা সভায় আরও বলা হয়, বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়ন, বৈধ পথে অভিবাসন নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মসংস্থানের বিষয়ে ব্যাপক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি প্রবাসে কর্মরত শ্রমিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিবসটির তাৎপর্য তুলে ধরেন।