ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পরিত্যক্ত জমি থেকে পুরনো আমলের একটি গ্রে নে ড পাওয়া গেছে

rising sylhet
rising sylhet
জুলাই ১৪, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ads

কমলগঞ্জ উপজেলার পতনউষা শ্রীসূর্য্য নয়াগ্রামের ওমর আলী নামের এক ব্যক্তির বাড়ির পরিত্যক্ত জমি থেকে পুরনো আমলের একটি গ্রেনেড পাওয়া গেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে। সিলেট থেকে বোম ডিসপোজেল ইউনিট আসলে তা ধ্বংস করা হবে বলে জানা যায়।

স্থানীয় লোকজনের ধারণা, ৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তান বাহিনীর এ গ্রেনেড। বৃষ্টির পর পাহাড়ি মাটি সরে আসায় গ্রেনেডটি বেরিয়ে এসেছে।

সোমবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, সোমবার সকাল দশটার দিকে ওমর আলীর বাড়ির লোকজন তাদের বাড়ির পাশের পরিত্যক্ত জমির গাছ বাগানের কাছে গেলে আকস্মিকভাবে ঝোপের মধ্যে মাটিতে পড়ে থাকা অবস্থায় গ্রেনেডটি দেখতে পান। পরে কমলগঞ্জ থানা পুলিশকে খবর পাঠালে পুলিশ এসে গ্রেনেডের আশপাশ এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে।

আরও বলেন, সিলেট এসএমবি থেকে বোম ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে এ গ্রেনেডটি ধ্বংস করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।