
মোঃ হিফজুর রহমানঃ মৌলভীবাজারে বড়লেখায় রোববার ১সেপ্টেম্বর বড়লেখা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা’র সার্বিক দিক নির্দেশনা
বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর পরোয়ানাভুক্ত ০৫ (পাঁচ) জন আসামী সহ মোট ০৬ (ছয়) জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন:-সিআর-২২২/২৫(বড়) এর পরোয়ানাভূক্ত আসামী ১. আজিম উদ্দিন কুটই, পিতা-মৃত মইয়ব আলী সাং-কাঠালতলী উত্তরভাগ, সিআর-২৪৮/২৫(বড়) এর পরোয়ানাভূক্ত আসামী ২। সাইফুল ইসলাম, পিতা-ফারুক ইসলাম , ৩। নাইমা বেগম, স্বামী-সাইফুল ইসলাম, ৪। লিলা বেগম, স্বামী-মৃত ফারুক ইসলাম, সর্ব সাং-কাঠালতলী, সিআর মামলা নং- ৯২/১৪ (বড়) এর পরোয়ানাভুক্ত আসামী ৫। খরিদ মিয়া, পিতাঃ মৃতঃ ইছরব আলী, সাং- নাজিরখা (লাটি নগর), সর্ব থানাঃ বড়লেখা মৌলভীবাজার এবং ফৌ: কা: বি: ১৫১ ধারা মোতাবেক গ্রেফতারকৃত আসামী ৬। কাশেম মিয়া (১৯) পিতা-ছায়েদ আহমদ, মাতা-ফুলবানু, সাং-সুজাউল, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার।
সকল আসামীদের অদ্য ০২/০৯/২০২৫ইং তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।