
বড়লেখা প্রতিনিধি:বড়লেখা থানা পুলিশের অভিযানে চুরি হওয়া দুইটি গরু উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
৫ সেপ্টেম্বর রাতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানের সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই রতন কুমার হালদার ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবল চন্দ্র সরকার। এ সময় পুলিশের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযানে আটক আসামিরা হলেন—
১. মো. মিলন আহমদ (২৮), পিতা-আব্দুল আলী, সাং-দোহালিয়া, থানা-বড়লেখা, জেলা-মৌলভীবাজার।
২. মো. শহিদ মিয়া (৬০), পিতা-মৃত আ. লতিফ, সাং-বেলাগাঁও, থানা-জুড়ী, জেলা-মৌলভীবাজার।
৩. মো. হানিফ মিয়া (৫৫), পিতা-মৃত সুরু মিয়া, সাং-বেলাগাঁও, থানা-জুড়ী, জেলা-মৌলভীবাজার।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।