
হিফজুর রহমানঃঃ মৌলভীবাজারের বড়লেখায় রাজনৈতিক বিরোধের জেরে শাহাদাত হোসেন বাপ্পি (৩২) নামের এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আহত বাপ্পি বর্তমানে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত শাহাদাত হোসেন বাপ্পি বড়লেখা উপজেলার ঘোলসা বাউলের চক এলাকার বাসিন্দা। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয় জামে মসজিদের পাশের রাস্তায় বাপ্পিকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারী হচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ ইসলাম উদ্দিন। পূর্ব বিরোধ ও রাজনৈতিক উত্তেজনার জেরে তিনি বাপ্পির উপর অতর্কিতভাবে হামলা চালান। এতে বাপ্পির মাথায় গুরুতর জখম হয় এবং সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইসলাম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, “আহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে আটক করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আহতের পরিবার জানায়, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতাদের দ্বারা তারা হয়রানির শিকার হয়ে আসছেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।