বড়লেখা প্রতিনিধি::মৌলভীবাজারের বড়লেখায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) ভোরে উপজেলার একটি এলাকা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট রাত থেকে ৮ আগস্ট দুপুরের মধ্যে বড়লেখা উপজেলার বোবারথল করইছড়া পানপুঞ্জির দক্ষিণ পার্শ্বে টিলার মধ্যবর্তী স্থানে মো. সাজান আহমদ (৩৪)-কে হত্যা করা হয়। নিহত সাজান আহমদ বড়লেখা উপজেলার বোবারতল ষাটঘরি গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র। এ ঘটনায় বড়লেখা থানায় হত্যা মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে ওই মামলার পলাতক আসামিকে আটক করে।
এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, আইনের প্রক্রিয়া অনুযায়ী আসামিকে বিচার মুখোমুখি করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসামির গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা র্যাব-পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।