
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্রবাসী দাতাদের আর্থিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রমটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম শুভ। এ সময় উপস্থিত ছিলেন তাহমীদ ইসলাম রিপন, ষাটমা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদর উদ্দিন, সাংবাদিক মুস্তফা আহমেদ, আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে প্রবাসী দাতাদের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে মানবিক সহায়তার পরিসর আরও বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পরে প্রবাসী যেসব দাতা অসুস্থ থাকা সত্ত্বেও এই কম্বল বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেছেন, তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি সকল দাতা, আয়োজক ও উপস্থিত সবার জন্য কল্যাণ ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।