
বড়লেখা প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা শরিফ উসমান হাদি’র মৃত্যুতে মৌলভীবাজারের বড়লেখায় শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলটি বড়লেখা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মরহুম শরিফ উসমান হাদি’র রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর ইসলামী আন্দোলনে অবদানের কথা স্মরণ করেন।
শোক মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন—
আব্দুর রহমান এবাদ,আব্দুস সামাদ,আব্দুল ওয়াহিদ,
কাওসার আহমদ এবং জেবুল আহমদ।
বক্তারা বলেন, শরিফ উসমান হাদি ছিলেন একজন আদর্শবান ইসলামী নেতা। ইসলামী আন্দোলন ও সমাজ সংস্কারে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রজ্ঞাবান ও সাহসী নেতৃত্বকে হারিয়েছে বলে মন্তব্য করেন তারা।
এ সময় বক্তারা হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। একই সঙ্গে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।