বড়লেখা সরকারি কলেজ ছাত্রদল নেতা মারওয়ান আলম ২৭ অক্টোবর (সোমবার) রাতে কুলাউড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত মারওয়ান আলম বড়লেখা উপজেলার কাটলতলী মাধবগুল এলাকার বাসিন্দা মরহুম তমছির আলী মেম্বারের নাতি ও প্রবাসী ফয়ছল আহমদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মারওয়ান আলম মোটরসাইকেলে করে কুলাউড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে সংঘর্ষে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারওয়ানের মৃত্যুতে বড়লেখা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, বন্ধুবান্ধব ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।