বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু বলেছেন, বড়লেখা ও জুড়ী এলাকার মানুষ দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত। এখানে প্রয়োজনীয় সেবা সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন পিছিয়ে আছে, এমনকি প্রবাসীরাও ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ধানের শীষ বিজয়ী হলে এই বৈষম্যের অবসান ঘটিয়ে উন্নত বড়লেখা-জুড়ী গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বড়লেখা কলেজ রোডের উত্তর চৌমুহনী থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত এক বিশাল গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শরিফুল হক সাজু।
মিছিলটি কলেজ রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারে সমাবেশে মিলিত হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে শরিফুল হক সাজু বলেন, “আমরা চাই বড়লেখা ও জুড়ীকে সমান সুযোগ-সুবিধার আধুনিক এলাকায় রূপান্তরিত করতে। জনগণের ভোটে ধানের শীষের জয় হলে এলাকায় উন্নয়ন হবে, সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাবে।”
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।