ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের পুশইন করা ৫ জনকে আ ট ক করেছে বিজিবি

rising sylhet
rising sylhet
জুলাই ২৫, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ads

বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকা থেকে বিএসএফের পুশইন করা ৫ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৫ জুলাই) ভোরে লাতু বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন। তারা মৌলভীবাজার, নারায়ণগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, আটককৃতরা সম্প্রতি কর্মসংস্থানের উদ্দেশ্যে অবৈধভাবে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে দুইজন সাত দিন আগে এবং বাকি তিনজন পাঁচ দিন আগে ভারতে গিয়েছিলেন। সেদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পুশইনের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার বিকেলে জানান, আটককৃতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে পাঁচজনের মধ্যে তিনজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।