
বড়লেখা প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে বড়লেখায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে যুব বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, ত্যাগ ও আত্মদানের কথা স্মরণ করে বলেন, ১৯৭১ সালের বিজয় আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জন। স্বাধীনতার এই চেতনাকে ধারণ করেই যুবসমাজকে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফয়ছল আহমেদ, এমাদুল ইসলাম, মোঃ কামাল উদ্দিন, হেলাল উদ্দিন, মুফতি জিয়াউল হক, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, জুবায়ের আহমদ শিমুল, রবিউল ইসলাম সুহেল, জাহেদুর রহমান জাহেদ, আব্দুল কাইয়ুম, আব্দুস সামাদ, দেলোয়ার হোসেন, জয়নুল মাওলানা, বদরুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।