ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় দিনদুপুরে চুরি: সুনামগঞ্জ থেকে ১ আসামি গ্রে ফ তার, উদ্ধার হয়েছে চুরির মালামাল

rising sylhet
rising sylhet
আগস্ট ৫, ২০২৫ ২:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ads

বড়লেখা প্রতিনিধি:মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তেলীগুল গ্রামে একটি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে ১৩ জুলাই ২০২৫, দুপুর ১টা থেকে বিকেল ৪টার মধ্যে। এ সময় বাড়ির মালিক শামীম আহমদ কাউছার (৬০) বাসায় না থাকায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ২ জোড়া স্বর্ণের বালা, ১ জোড়া কানের দুল, ২টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের ব্রেসলেট, নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা ও ৫০০ মার্কিন ডলারসহ আনুমানিক ৯ লাখ ৭ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

ঘটনার পরদিন ভুক্তভোগী বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১২, তারিখ ১৪/০৭/২০২৫; ধারা ৪৫৪/৩৮০ পেনাল কোড)। মামলার তদন্তে ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে একটি পুলিশ টিম গঠন করা হয়, যেখানে এসআই রতন কুমার হালদার, এসআই দেবল চন্দ্র সরকার, এএসআই ফজলে আজিমসহ অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করেন।

সিসিটিভি ফুটেজ, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার বাংলাবাজার এলাকা থেকে শরীফ আহমেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার এলাকার বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে শরীফ আহমেদ চুরির ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে এবং আরও দুই সহযোগীর নাম-পরিচয় প্রকাশ করে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তার দেয়া তথ্য অনুযায়ী, চুরির কাজে ব্যবহৃত একটি ইয়ামাহা এফজেড এক্স মোটরসাইকেল ও চুরি যাওয়া অর্থের মধ্যে থেকে নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, “আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।