
বড়লেখা প্রতিনিধি:: মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যদয়ের সাথে-সাথে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নিসচা’র নেতৃবৃন্দ।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান-এর তত্ত্বাবধানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নিসচা পৃষ্টপোষক নাদের আহমদ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য খলিলুর রহমান, সদস্য রাহুল দত্ত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুলাল দে ও বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম।
পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন নিসচা বড়লেখা শাখার নেতারা।
উল্লেখ্য, মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে প্রতিবারের মতো এবারও নিসচা বড়লেখা উপজেলা শাখা ব্যাপক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে যা রয়েছে- আলোচনা সভা, দোয়া মাহফিল, শিক্ষার্থী সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণসহ আরও নানাবিধ কর্মসূচি পালন করা হবে।