ঢাকাবুধবার , ১০ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দু র্ঘ ট না য় দুই ভাই নিহত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১০, ২০২৫ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- মৌলভীবাজারের কুলাউড়ায় এক সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তালতলা এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন তেলিবিল (তালতলা) গ্রামের ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৫৫) এবং তার চাচাতো ভাই জালাল আহমদ (৪৫)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ রাতেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গিয়াস উদ্দিন ও জালাল আহমদ মোটরসাইকেলে বটতলা বাজারে যাচ্ছিলেন। তালতলা এলাকার সড়কের ওপর জমি থেকে কাটা ধানের গাদা থাকার কারণে তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ বিঘ্নিত হয়।

এই সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।