
রাইজিংসিলেটে- শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া এলাকার একটি নির্মাণাধীন স্থানে দুর্ঘটনায় চার তরুণের প্রাণহানি ঘটেছে। ধারণা করা হচ্ছে, ভেতরে জমে থাকা ক্ষতিকর গ্যাসে অসুস্থ হয়ে তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতদের সবাই চা বাগানের শ্রমিক পরিবারের সন্তান। তাদের মধ্যে রয়েছেন:
রানা নায়েক (১৭) শ্রাবণ নায়েক (১৯) কৃষ্ণ রবিদাস (২০) নিপেন ফুলমালি (২৭) ও
একই ঘটনায় আহত রবি বুনার্জী (২০) বর্তমানে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় প্রশাসন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার কাজ চালানো হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কীভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত জানতে তদন্ত চলছে।
বিশেষজ্ঞদের ধারণা, অক্সিজেন স্বল্পতা বা গ্যাস জমে থাকা পরিবেশ এই দুর্ঘটনার কারণ হতে পারে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, তারা সবাই পরস্পরের বন্ধু এবং একই এলাকায় বসবাস করতেন।