
রাইজিংসিলেট- নিজ দোকানে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত। মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ব্যবসায়ী। নিহতের নাম শাহ ফয়জুর রহমান সেলিম (রুবেল), যিনি এফ রহমান ট্রেডিং-এর মালিক ছিলেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে সাতটার দিকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে দোকানে একা ছিলেন সেলিম। এ সময় অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দোকানে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
তার চিৎকার শুনে আশপাশে থাকা সিএনজি চালকরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেলিম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পরিবারসহ শহরের বনশ্রী এলাকায় বসবাস করতেন।
ঘটনার পর শহরের ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। অনেক ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিহতের এক স্বজন নাসির উদ্দিন উজ্জ্বল জানান, “নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এমন হত্যাকাণ্ড খুবই মর্মান্তিক। তার কোনো শত্রুতা ছিল না। আমরা দ্রুত বিচার দাবি করছি।”
এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মিনহাজ উদ্দিন জানান, ঘটনার কারণ ও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত আছে।