ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে রহস্যজনকভাবে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ৮, ২০২৫ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মো. আক্কাছ মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে ধলাই নদীর তীরে একটি গাছের সঙ্গে চাদরে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। তিনি রামপাশা গ্রামের মো. আবাছ মিয়ার বড় ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে বের হয়ে নদীর পাশে তার সাইকেল দেখতে পান। পরে আশপাশে খোঁজাখুঁজির সময় গাছের সঙ্গে ঝুলে থাকা আক্কাছের দেহ চোখে পড়ে। মরদেহের দুই পা মাটির স্পর্শে ছিল—যা এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে।

নিহত আক্কাছ পেশায় রংমিস্ত্রি ছিলেন। রবিবার রাত ৯টার দিকে ভানুগাছ বাজার থেকে বাড়ি ফেরার আগে তিনি বাবার কাছে ৫০ টাকা নেন। রাত ১০টার দিকে বড় চাচা নওশাদ মিয়া তাকে সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে শেষবারের মতো দেখতে পান। এরপর তিনি আর বাসায় ফেরেননি। ফোনে যোগাযোগ করলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

ঘটনা জানাজানি হলে প্রতিবেশী মো. শওকত জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নেয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে সুরতহাল শেষ করা হয়েছে, এবং মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।