
রাইজিংসিলেট- মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে সেবা খাতে অনিয়ম ও রোগীদের হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।
রবিবার, ৭ সেপ্টেম্বর, দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম সরেজমিনে তদন্তে নামে। তারা হাসপাতালে উপস্থিত থেকে রোগীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক ব্যবস্থাপনা যাচাই করেন।
তদন্তকালে দেখা যায়, হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অনুপস্থিতি রয়েছে, খাবারের মান সন্তোষজনক নয় এবং ব্যবস্থাপনায় বেশ কিছু ত্রুটি রয়েছে। রোগীরা অভিযোগ করেছেন, মেনুতে মাছ থাকার কথা থাকলেও তা সরবরাহ করা হয়নি।
দুদক অভিযানে এসব অনিয়ম সরাসরি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।