
মৌলভীবাজারের বড়লেখা থানায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে পৃথক অভিযান চালিয়ে জিআর ও সিআর মামলার ভিত্তিতে এই তিনজনকে আটক করা হয়। পরদিন শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নির্দেশে এসআই দুলাল সরকার, সন্তোষ কুমার বিশ্বাস ও সুলতান আহমদের সমন্বিত টিম। আটক হওয়া ব্যক্তিরা হলেন:
শামীম আহমদ (জিআর-১৮৬/২০)
আজিজুর রহমান (সিআর-৫৩/২৪)
জনি বেগম (সিআর-২৩৯/২৪)
এছাড়াও তথ্যপ্রযুক্তির সহায়তায় হারিয়ে যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বড়লেখা থানার পুলিশের এমন পেশাদার অভিযানে স্থানীয়দের মাঝে সন্তোষ প্রকাশ পাচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।