
কমলগঞ্জের শমশেরনগরে ট্রেনে কাটা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে শমশেরনগর রেলস্টেশনের লালগোদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শমশেরনগর রেল স্টেশনের পাশ এলাকায় ট্রেনে কাটা পড়ে মহরম আলী( ৫৫)এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ী হাজীপুর ইউনিয়নের চান্দগাও এলাকার মৃত সুনাউল্যার ছেলে সে পীরেরাবজার ভুসিমাল ব্যবসায়ী।
পরে শ্রীমঙ্গল রেলওয়ের থানা পুলিশ এস আই দিপক ঘটনাস্থলে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়।
স্থানীয়রা জানান, চট্রগাম থেকে ছেড়ে আসা সিলেট গামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে মহরম আলী(৫৫) মৃত্যু হয়। এতে তার দেহ কয়েক খণ্ড হয়ে যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।