ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক সেজেও রেহাই পেলেন না কলেজ ছাত্রলীগ নেতা, গ্রেপ্তার মৌলভীবাজারে

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রাজিবুল ইসলাম মোস্তাক (২৯) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শেরপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা।

পুলিশ জানিয়েছে, মোস্তাকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের ওপর হামলা, উসকানিমূলক বক্তব্য এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা।

সূত্র মতে, কোটা সংস্কার আন্দোলনের সময়, ২০২৪ সালের জুলাই মাসে, কক্সবাজারে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেন মোস্তাক। সে সময় একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি আন্দোলনকারীদের প্রতি হুমকিস্বরূপ মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তার এড়াতে তিনি শেরপুর এলাকায় গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে শেষ রক্ষা হয়নি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারের পর রাজিবুল ইসলাম মোস্তাককে আদালতে তোলা হলে তাকে জেলহাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো তদন্তাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।