
রাইজিংসিলেট- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রাজিবুল ইসলাম মোস্তাক (২৯) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে মৌলভীবাজারের শেরপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে শেরপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা।
পুলিশ জানিয়েছে, মোস্তাকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে—শিক্ষার্থীদের ওপর হামলা, উসকানিমূলক বক্তব্য এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা।
সূত্র মতে, কোটা সংস্কার আন্দোলনের সময়, ২০২৪ সালের জুলাই মাসে, কক্সবাজারে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেন মোস্তাক। সে সময় একটি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি আন্দোলনকারীদের প্রতি হুমকিস্বরূপ মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার এড়াতে তিনি শেরপুর এলাকায় গিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে শেষ রক্ষা হয়নি।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারের পর রাজিবুল ইসলাম মোস্তাককে আদালতে তোলা হলে তাকে জেলহাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো তদন্তাধীন রয়েছে।