ঢাকামঙ্গলবার , ৬ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হা ম লা র শিকার হয়েছেন এক মাদরাসার অধ্যক্ষ

rising sylhet
rising sylhet
মে ৬, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

ads

কুলাউড়ায় হামলার শিকার হয়েছেন এক মাদরাসার অধ্যক্ষ। মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বাবনিয়া হাসিমপুর নিজামিয়া দাখিল মাদরাসার আহত অধ্যক্ষের নাম মোহাম্মদ আহসান উদ্দিন। এই ঘটনায় কুলাউড়া থানায় মামলা দায়ের করেন বলে জানান তিনি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বাবনিয়া হাসিমপুর নিজামিয়া দাখিল মাদরাসার অধ্যকক্ষে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং এসময় স্থানীয় জনতার হাতে আটককৃত হামলাকারী নূর নামের একজনকে গ্রেফতার করে নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে অধ্যক্ষ আহসান উদ্দিন মোটরসাইকেলযোগে মাদরাসায় যাওয়ার পথে পশ্চিম হাসিমপুর এলাকায় পৌঁছামাত্র আব্দুর নূর (৩০) নামের ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তার মোটরসাইকেল গতিরোধ করে আকস্মিকভাবে তাকে মারধর করতে থাকেন এবং অধ্যক্ষের মোটরসাইকেল ভাঙচুর করতে থাকেন। অধ্যক্ষের উপর হামলার বিষয়টি এলাকায় জানাজানি হলে উপজেলার বাবনিয়া হাসিমপুর নিজামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ও এলাকার জনসাধারণ মিলে হামলাকারী আব্দুর নূরকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীকে আটক করে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।

খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত এবং হামলাকারী নূরকে আটক করে থানায় নিয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।