ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হিনাইনগর যুব সংঘের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
ডিসেম্বর ১৫, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ads

বড়লেখা প্রতিনিধি:বড়লেখা উপজেলার হিনাইনগর গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন হিনাইনগর যুব সংঘ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী এবং এলাকার গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন একজন বিশিষ্ট সামাজিক সংগঠক। তিনি তার বক্তব্যে হিনাইনগর যুব সংঘের প্রশংসা করে বলেন, সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার ও যুব সমাজকে মানবিক কাজে উদ্বুদ্ধ করতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যুব সংঘের ধারাবাহিক কার্যক্রমকে এলাকার জন্য অনুকরণীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সামাজিক সংগঠক হিসেবে বিশেষ অতিথিকে হিনাইনগর যুব সংঘের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় তিনি এমন ব্যতিক্রমী ও উৎসাহব্যঞ্জক উদ্যোগের জন্য সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক, যুব সংঘের সদস্য এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয় এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।