
রাইজিংসিলেট- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. হরিপদ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ২০২৪ সালের আগস্ট মাসে প্রকাশ্যে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মহড়ার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বুধবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে শ্রীমঙ্গল পৌর শহরের কলেজ রোড এলাকার জয়নগরপাড়া থেকে নিজ বাসা থেকে ডা. হরিপদ রায়কে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের ৩ ও ৪ আগস্ট শ্রীমঙ্গলের চৌমুহনা চত্বরে প্রকাশ্যে সশস্ত্র মহড়ায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওই সময়ের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ওসি আরও জানান, ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ধরনের অভিযানে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্থানীয়দের দাবি, ওই সময়ের ঘটনাগুলো শ্রীমঙ্গলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল, যা এখনও মানুষের স্মৃতিতে রয়েছে।