ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৬ জুয়ারী আটক

rising sylhet
rising sylhet
জানুয়ারি ৫, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ads

রাজনগরে অভিযান চালিয়ে ৬ জুয়ারীকে আটক করেছে রাজনগর থানার পুলিশ।আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করেছে পুলিশ। এর আগে বুধবার রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই জুয়ারীদেও আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের তারাচুং গ্রামের আব্দুল কাদির মিয়ার বাড়িতে বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার এসআই মুহাম্মদ আজিজুল গাফ্ফারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ পুলিশ ৬ জুয়ারীকে আটক করে। এ সময় বাড়ির মালিক আব্দুল কাদির পালিয়ে যায়।

পুলিশের অভিযানে আটককৃতরা হল- মনসুরনগর ইউনিয়নের বিচইনকীর্তি গ্রামের মো. রামিম মিয়া (২৮), মোস্তাাক আহমেদ (৫০), হোসাইন আহমেদ (৩৫), নাছমান মিয়া (৪০), জাহান আলী প্রকাশ ডালিমি (৪৫) ও একই ইউনিয়নের মালিকোনা গ্রামের আছকির মিয়া (৩৫)।

আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা করেছে।

রাজনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, রাজনগরে জুয়ারিদের কোন ছাড় নেই। যেখানেই জুয়া চলবে সেখানেই অভিযান হবে। এরই অংশ হিসেবে এদের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।