ঢাকাশুক্রবার , ৩০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জুড়ি ও কমলগঞ্জ উপজেলার ৩টি সীমান্ত দিয়ে ২৯ জনকে পুশইন করেছে বিএসএফ

rising sylhet
rising sylhet
মে ৩০, ২০২৫ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

ads

জুড়ি ও কমলগঞ্জ উপজেলার ৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে আজও ২৯ জনকে পুশইন করেছে বিএসএফ।

মৌলভীবাজারের জুড়ির রাজকি ও কমলগঞ্জের বিওপির সূত্রে জানা যায়, নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকেই মুষলধারে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও সকাল সাড়ে ৮টার দিকে রাজকি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী পুরুষ ও শিশুসহ ১০ জনকে পুশইন করে বিএসএফ। তাদের দেশের সীমান্তের অভ্যন্তরে দেখতে পেয়ে আটক করে স্থানীয় বিওপি ক্যাম্পে নিয়ে যায় বিজিবির ৫২ ব্যাটলিয়নের সদস্যরা।

শুক্রবার (৩০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাকারিয়া।

অপরদিকে প্রায় একই সময়ে কমলগঞ্জ উপজেলার বাগিছড়া ও চাম্পাপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে নারী পুরুষ ও শিশুসহ আরও ১৪ জনকে পুশইন করে বিএসএফ। তাদেরকে দেশের অভ্যন্তরে দেখতে পেয়ে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবির ৪৬ ব্যাটলিয়নের সদস্যরা।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া বলেন, কমলগঞ্জের বাগীছড়া সীমান্ত এলাকা থেকে ৫ জন ও চাম্পাছড়া সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে বিজিবির টহল দল আটক করে। প্রথম পাঁচজনকে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হচ্ছে। তারা নিজেদের কুড়িগ্রামের বাসিন্দা বলে দাবি করেছেন। অন্যদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আটক ব্যক্তিদের সবাইকে কমলগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের কুড়িগ্রামসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে পাড়ি জমিয়েছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।