
রাইজিংসিলেট- মৌলভীবাজারে সম্মেলনের পরপরই পোস্টার-ব্যানার সরালেন বিএনপি নেতাকর্মীরা! মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২২ জুন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক বিভাজক এবং দেয়ালে লাগানো হয়েছিল ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড। তবে সম্মেলন শেষে দলটির নেতাকর্মীরা নিজেরাই এগুলো অপসারণ করে শহরবাসীর কাছে একটি ব্যতিক্রমধর্মী বার্তা পৌঁছে দেন।
২৪ জুন (মঙ্গলবার) বিকেলে জেলা ও সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা চৌমুহনা, আদালত রোড, পুরাতন হাসপাতাল রোডসহ শহরের নানা জায়গা থেকে এই প্রচারসামগ্রী গুছিয়ে ফেলেন। হাতে করে পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যান তারা।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, “সম্মেলনের কাজ শেষ, এখন আর এসব প্রচারসামগ্রীর দরকার নেই। আমরা চাই না শহরের সৌন্দর্য নষ্ট হোক। বিএনপি কেবল কথার রাজনীতি করে না—তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি পরিচ্ছন্ন, নৈতিক ও আধুনিক রাজনৈতিক ধারা গড়ে তুলতে চাই।”
জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, “রাজনীতি মানেই কেবল মিছিল বা সভা নয়; এতে জনসচেতনতা তৈরি ও সামাজিক দায়িত্ববোধও অন্তর্ভুক্ত। শহরকে পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব।”
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, যুগ্ম সম্পাদক শফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
বিএনপির এমন পদক্ষেপ শহরবাসীর দৃষ্টিগোচর হয়। অনেক পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা দলটির এই পরিচ্ছন্নতা অভিযানের প্রশংসা করেন। তারা বলেন, রাজনৈতিক দলগুলোর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং এটি অন্যদের জন্যও একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।