
রাইজিংসিলেট- বড়লেখায় দুই শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা। বড়লেখায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে চলতি বছরের দাখিল ও এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২৭ জুলাই) বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আধুনিক বিশ্বে মেধার গুরুত্ব অপরিসীম। ভবিষ্যতের সমাজ ও রাষ্ট্র গঠনে শিক্ষার্থীরাই মুখ্য ভূমিকা পালন করবে। তাদের নৈতিকতা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই তালামীযের লক্ষ্য।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার। তিনি বলেন, “অস্ত্র নয়, কলমই হও উচিত আমাদের হাতিয়ার। শিক্ষার আলোয় আলোকিত হয়ে একজন শিক্ষার্থী পরিবার, সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে। তাদের যথাযথ পরিচর্যা ও মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন।”
অনুষ্ঠানে আরও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।