
মোঃহিফজুর রহমানঃবড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতি আজিমগঞ্জ অভিযোগ কেন্দ্রের লাইনম্যান বায়জিদ মিয়াকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সৈয়দ আফসার উদ্দিন (৩৫) নামে এক দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাতনপুর গ্রামে। তবে, ঘটনার পরই অভিযান চালিয়ে থানার সেকেন্ড অফিসার এসআই রতন কুমার হালদার হামলাকারিকে গ্রেফতার করেছেন। সে সোনাতনপুর গ্রামের সৈয়দ জামাল উদ্দিনের ছেলে।
এ ঘটনায় বড়লেখা পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল বাকী খান থানায় মামলা করেছেন। শনিবার দুপুরে গ্রেফতার আসামি সৈয়দ আফসার উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে, লাইনম্যান মো. বায়জিদ মিয়া ও লাইনম্যান মাসুদ মিয়া বিদ্যুৎ লাইনের সমস্যার অভিযোগ পেয়ে শুক্রবার সন্ধ্যায় সোনাতনপুর এলাকায় লাইন মেরামতে যান। রাস্তার পাশের বিদ্যুৎ লাইনের উপর একটি গাছের ডাল ভেঙ্গে পড়েছিল। লাইনম্যান বায়জিদ মিয়া বিদ্যুৎ লাইনের উপর থেকে গাছের ডালটি সরানোর কাজ শুরু করলে সৈয়দ আফসার উদ্দিন দা হাতে নিয়ে তাকে বাধা প্রদান করে। একপর্যায়ে দা দিয়ে আঘাত করতে এগিয়ে যান। দায়ের কোপ প্রতিহত করতে গিয়ে হাতের দুইটি আঙ্গুল কেটে ও হাতে-কপালে রক্তাক্ত জখম হয়। গুরুতর আহত অবস্থায় লাইনম্যান বায়জিদ মিয়াকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় রাতেই মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান,লাইনম্যানের উপর হামলার ঘটনার পরই একমাত্র আসামিকে রাতেই গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।